কূটনৈতিক প্রতিবেদক

  ১০ ফেব্রুয়ারি, ২০১৮

রোহিঙ্গা সংকটের সুরাহা সম্ভব

বরিস জনসন

রোহিঙ্গা সমস্যাকে ‘মনুষ্য সৃষ্ট বিপর্যয়’ আখ্যায়িত করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, সংশ্লিষ্টদের ‘রাজনৈতিক সদিচ্ছা, সহনশীলতা ও সহযোগিতার’ মাধ্যমে এই সংকটের অবসান হতে পারে। এ সংকটের সুরাহা সম্ভব। গতকাল শুক্রবার বিকেলে ঢাকায় পৌঁছে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। আজ শনিবার তিনি রোহিঙ্গাদের দুর্দশা দেখতে কক্সবাজার যাবেন। বরিস জনসন বাংলাদেশের পর মিয়ানমার এবং তারপর থাইল্যান্ড সফর করবেন বলে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘এই মানুষগুলো যে ভয়াবহতার মধ্য দিয়ে গেছে, সেই অভিজ্ঞতা আমি নিজ কানে শুনতে এবং তাদের অবস্থা সচক্ষে দেখতে চাই। এই মানবিক সংকটের সুরাহায় সবাই মিলে কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে আমি স্টেট কাউন্সেলর অং সান সু চি ও অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে কথা বলব। সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে এসেছে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা। তাদের দুর্দশা এবং তাদের যে দুঃখ-কষ্ট সইতে হয়েছে তা আমাদের সময়ের সবচেয়ে বেদনাদায়ক মানবিক বিপর্যয়গুলোর অন্যতম।’

বরিস জনসন আজ শনিবার কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাবেন। সেখান থেকে ফিরে ওই দিন রাতেই তিনি মিয়ানমারের উদ্দেশে রওনা হবেন। গত এক দশকে প্রথম কোনো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এলেন বরিস জনসন। ঢাকা পৌঁছে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist