বিনোদন প্রতিবেদক

  ২২ নভেম্বর, ২০১৯

মঞ্চে ফিরছেন হোমায়রা হিমু

আজ থেকে এক দশকেরও বেশি সময় আগে সর্বশেষ মঞ্চনাটকে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু। ১০ বছর পর আবারও মঞ্চনাটকে অভিনয়ে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন হিমু। সর্বশেষ ২০০৮ সালে তিনি জামাল উদ্দিন হোসেনের নির্দেশনায় ‘খাঁচার ভিতর অচিন পাখি’ নাটকে অভিনয় করেছিলেন। ‘নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল’-এর হয়ে মঞ্চে উঠেছিলেন হিমু। এরপর তাকে আর মঞ্চে অভিনয়ে দেখা যায়নি।

হোমায়রা হিমু বলেন, ‘সত্যি বলতে কী এরপর টিভি নাটকে অভিনয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম যে, মঞ্চে সময় দেওয়া কঠিনই হয়ে পড়েছিল। এখন টিভি নাটকে নিজেকে স্থিতিশীল একটি অবস্থানে নিয়ে আসতে পেরেছি। নিজের মতো সময়ও ম্যানেজ করতে পারি, তাই ভাবছি মঞ্চে আবারও ফিরব। মঞ্চনাটকে কাজ করার মধ্যে নিজের ভেতর কী যে একটা ভালো লাগা কাজ করে; তা আসলে ভাষায় প্রকাশের নয়। তাই ভাবছি, শিগগিরই কোনো একটি দলে নিজেকে যুক্ত করে মঞ্চ অভিনয়ে ফিরব।’

হিমু জানান, ঢাকা থিয়েটার কিংবা প্রাচ্যনাটের সঙ্গে নিজেকে যুক্ত করার চেষ্টা করবেন তিনি। হিমু আশা রাখেন এই ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাবেন।

আগামীকাল শনিবার হোমায়রা হিমুর জন্মদিন। কীভাবে কাটবে এবারের জন্মদিন? জবাবে হিমু বলেন, ‘কায়সার ভাই বকুলপুর ধারাবাহিকের শিডিউল নিয়ে রেখেছেন। যদি শুটিং হয় তাহলে তো শুটিং স্পটেই কাটবে আমার এবারের জন্মদিন।’

এদিকে হোমায়রা হিমু গতকাল থেকে রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউসে সাঈদ তারেকের নির্দেশনায় নতুন ধারাবাহিক ‘লাইফ পার্টনার’ শুটিং শুরু করেছেন। পাশাপাশি তিনি কায়সার আহমেদের ‘বকুলপুর’, সাজ্জাদ হোসেন দোদুলের ‘ছায়াবিবি’ ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছেন। মোরশেদুল ইসলামের নির্দেশনায় ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। এরপর সিনেমায় অভিনয়ের প্রবল আগ্রহ জন্মালেও ভালো কোনো সিনেমায় অভিনয়ের সুযোগ আর হয়ে উঠেনি। তবে সিনেমায় কাজ করারও বেশ আগ্রহ রয়েছে তার। হোমায়রা হিমু এটিএন বাংলায় প্রচার চলতি ধারাবাহিক জাহাঙ্গীর আলম সুমনের নির্দেশনায় ‘ডিবি’ ধারাবাহিকেও মাঝে মাঝে অভিনয় করেন। তবে এ সময়ে এসে নাটক নির্মাণের প্রতিও আগ্রহ জন্মেছে তার। স্বপ্ন দেখছেন হিমু একজন পরিচালক হওয়ার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close