বিনোদন প্রতিবেদক

  ২২ অক্টোবর, ২০১৯

ভোলার ডায়েরি থেকে আজকের সাজু খাদেম

আজ থেকে বেশ কয়েক বছর আগে সায়ের খান পরিচালিত একুশে টিভিতে প্রচারিত ‘ভোলার ডায়েরি’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে একজন অভিনেতা হিসেবে বেশ সুনাম কুড়িয়েছিলেন সাজু খাদেম। সেই ভোলা চরিত্রই পরবর্তী সময়ে তাকে একজন অভিনেতা হিসেবে সামনের পথে এগিয়ে যেতে সহযোগিতা করেছিল। সময়ের ধারাবাহিকতায় নানা ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে সাজু খাদেম একজন জাত অভিনেতায় নিজেকে পরিণত করেছেন। এ সময়ের একজন ব্যস্ততম অভিনেতাতেও নিজেকে পরিণত করেছেন। জনপ্রিয় এই অভিনেতার আজ জন্মদিন। তবে ইচ্ছা থাকলেও দিনটি তিনি পরিবারের সঙ্গে উদ্যাপন করতে পারছেন না। কারণ আজ তিনি ঢাকার অদূরে মানিক মানবিক পরিচালিত ‘আজব ছেলে’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকবেন। সাজু খাদেম বলেন, ‘ইচ্ছা থাকার পরও কিছু করার নেই। তাই আজ মানিক মানবিকের সিনেমার শুটিং-এ সময় কাটবে আমার। তবে ২৪ অক্টোবর ফিরে জন্মদিনের মুহূর্তটা পরিবারের সঙ্গেই কাটাতে চাই। পরিবারই তো আসল। পরিবারের জন্যই তো জীবনের এই যুদ্ধ। সবার কাছে দোয়া চাই, যেন আল্লাহ আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’

এদিকে এনটিভিতে গেল ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এজাজ মুন্না পরিচালিত ‘শহরালী’ ধারাবাহিকে খাদেমুল চরিত্রে অভিনয় করেও বেশ প্রশংসিত হচ্ছেন সাজু খাদেম। এই ধারাবাহিকে তিনি তার দুলাভাইয়ের চরিত্রে রূপদানকারী মাসুম বাশারের অফিসে দুলাভাইয়ের পরবর্তী পদেই বহাল আছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সাজু খাদেম বলেন, ‘মুন্না ভাই এমনই একজন পরিচালক, তিনি যখন আমাকে কোনো চরিত্রে অভিনয়ের কথা বলেন; তখন নির্দ্বিধায় তার দেওয়া চরিত্রটিতে আমি ভরসা রাখতে পারি। তার ধারাবাহিকে প্রতিটি চরিত্রই বেশ গুরুত্ব পেয়ে থাকে। একজন পরিচালক হিসেবে, একজন নাট্যকার হিসেবে ভীষণ দক্ষ এবং পরিপূর্ণ মুন্না ভাই। তার নির্দেশনায় কাজ করাটা আমি সব সময়ই ভীষণ উপভোগ করি।’

নাট্যদল ‘নাগরিক নাট্যাঙ্গন’-এর শুরু থেকেই সম্পৃক্ত এই দলের সঙ্গে সাজু খাদেম। তবে দলটির নাটকে অভিনয়ের চেয়ে ব্যাক স্টেজে কাজই বেশি করেছেন তিনি। দলের দর্শকপ্রিয় নাটক ‘সুপার গ্লু’ নাটকের রচয়িতা ও নির্দেশক তিনি। ‘গোলমাথা চোখা মাথা’, ‘প্রাগৈতিহাসিক’, ‘পুষি বিড়াল’, ‘গহর বাদশা বানেছা পরী’, ‘উত্বাহু’সহ আরো বেশ কটি মঞ্চনাটকের সেট ডিজাইন সাজু খাদেমেরই করা। দলের নতুন নাটক ‘লেটুর দল’-এর সেট ডিজাইন করছেন তিনি। যদিওবা তাকে নাটকটিতে অভিনয় করতে বলা হয়েছিল, কিন্তু সময় করে মহড়ায় অংশ নিতে পারবেন না বিধায় তিনি ব্যাক স্টেজেই রয়ে গেলেন। হৃদি হকের সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ১৯৭১ সেই সব দিন অভিনয় করতে যাচ্ছেন তিনি। সাজু খাদেম অভিনীত প্রথম টিভি নাটক লাকী ইনামের নির্দেশনায় ‘রোড নাম্বার নয় বাড়ি নাম্বার ছয়’। তার অভিনীত আলোচিত দুটি সিনেমা হচ্ছে তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ এবং নোমান রবিনের ‘কমন জেন্ডার’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close