আরাফাত নয়ন

  ২৬ ফেব্রুয়ারি, ২০২০

নিবন্ধ

বই পড়ি মন গড়ি

প্রখ্যাত দার্শনিক ও কবি ওমর খৈয়াম বলেছেন, ‘এক সুরাহি সুরা দিও, একটি রুটির ছিলকে আর প্রিয় সাকি তাহার সাথে একখানি বই কবিতার। জীর্ণ আমার জীবন জুড়ে রইবে প্রিয়া আমার সাথে, এই যদি পাই চাইবো নাকো তখন আমি শাহানশার।’

বইয়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা, জানার অপরিসীম ক্ষুধা নিয়ে বইপ্রেমিক কবি, সাহিত্যিক, মনীষীরা বইয়ের প্রতি তাদের প্রেম নিবেদন করেছেন; কখনো কবিতার ছন্দে, কখনো গদ্যের মধ্য দিয়ে। বই হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু। বই হচ্ছে জ্ঞানের আধার। জ্ঞানের মহাসাগরের ঢেউয়ের কলরব শোনা যায় বইয়ের পাতায়। বইয়ের শব্দহীন কালো কালো অক্ষরগুলো আলোকিত করে আমাদের চোখ, অনুরণিত করে আমাদের হৃদয়, জাগিয়ে তোলে আমাদের স্বত্বাকে। আলোকিত মানুষের সন্ধানী বিশিষ্ট অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ তাই বলেছেন, ‘তোমরা জানো, বইয়ের কালো কালো লাইনগুলো কেবল কিছু কালো কালো অক্ষরের সারি নয়, এরমধ্যে রয়েছে আলোর এক উদ্ভাসিত জগৎ। এ আলো পৃথিবীর মহৎ মানুষের আলো। উন্নত হতে চাইলে এ আলোর উদ্ভাসে আমাদের জীবনকে উজ্জীবিত করতে হবে। প্রকৃতপক্ষে বই পড়ে আমরা জ্ঞানের আলোয় আলোকিত হতে পারি। নিজেদের জানার জগৎকে প্রসারিত করতে পারি। বই আমাদের আনন্দ দেয়, বই পড়ে আমরা হেসে কুটি কুটি হই অনেক সময়। পল্লীকবি জসীম উদ্দীন বলেছেন, ‘বই জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক। বই ইতিহাসের কথা বলে, বই অতীতের সাক্ষ্য দেয়।’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমনটি বলেছেন, ‘মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে।’ বই আমাদের জীবনকে পরিপূর্ণ করে। ড. এনামুল হকের ভাষায়, ‘সুখে-দুঃখে, সুন্দর-কুৎসিতে মানুষের জীবন। আর একটা বই জীবনের প্রতিবিম্ব।’ বইয়ের মাধ্যমে আমরা মানুষের বিচিত্র জীবন সম্পর্কে, এই বিচিত্র পৃথিবী সম্পর্কে জানতে পারি। বইয়ের বিচিত্র জগতে যখন মন হারিয়ে যায়, তখন আমাদের সামনে হাজির হয় আনন্দ, কখনো অশ্রুঝরা বেদনার নীল কাহিনি। সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী বলেছেন, ‘পৃথিবীর আর সব সভ্য জাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, আমরা ততই আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো ঘোঁতঘোঁত করি। আর চোখ বাড়ানোর কথা তুললেই চোখ রাঙাই। চোখ বাড়ানোর পন্থাটা কী? প্রথমত বই পড়া। আর তার জন্য চাই বই পড়ার প্রবৃত্তি। বই পড়ে আমরা নিজেকে জানতে পারি, নিজেকে গড়তে পারি পৃথিবীর আর সব মহামানবের জীবন অনুসরণ করে।’ বিশ্বসাহিত্যের একজন অন্যতম দিকপাল ম্যাক্সিম গোর্কি বলেছেন, ‘আমার মধ্যে উত্তম বলে যদি কিছু থাকে তাহলে তার জন্য আমি বইয়ের কাছে ঋণী। বই আমাদের অতীতকে স্মরণ করিয়ে দেয়, বর্তমানের প্রেরণা দেয় আর ভবিষ্যতের দিকনির্দেশনা দেয়।’ সুসাহিত্যিক আবুল ফজল বলেন, ‘অনেক বই দেখা দেয় আমার জিজ্ঞাসার উত্তর হয়ে। আমি ফিরে পাই শান্তি, স্বস্তি। শান্তির সুদিনে যেমন বই আমার নিত্যসঙ্গী; তেমনি দুঃখের দুর্দিনে বই আমার চিরসহযাত্রী।’ এ সময়ের অন্যতম জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল যেমন বলেন, ‘একটি বই তো শুধু একটি বই নয়, সেটি হচ্ছে একজন লেখকের চেতনা, তার স্বপ্ন এবং তার হৃদয়ের স্পর্শ।’

প্রকৃতপক্ষে বই আনন্দ, বই ছন্দ, বই দূর করে সব মন্দ-দ্বন্দ্ব। লেখক হুমায়ুন আজাদ যেমন বলেন, ‘বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে।’ বই পড়তে পড়তে মনের অজান্তেই মনটা গড়ে ওঠে। মানুষ মননশীল হয়। চিন্তা করতে শেখে, চিন্তাশীল হয়। ভাবতে শেখে, ভাবুক হয়। বিষয়গুলো একদম স্বতঃস্ফূর্ত। আপনি যখন ক্রমাগত মার্ক্স পড়বেন, প্লেটো-এরিস্টটল পড়বেন, অমর্ত্য সেন-অরুন্ধতি রায় পড়বেন, আপনি দেখবেন মনের অজান্তেই আপনার ভাবনাগুলো তাদের মতোই হয়ে যাবে। নিষ্পাপ-নিষ্কলুষ ভাবনায় ডুবতে থাকি। আনন্দিত হই, আন্দোলিত হই, আমাদের নিউরনে অনুরণন ঘটে। বই আমরা কেন পড়ব, বই আমাদের কেন জরুরি?

বই পড়া খুবই জরুরি। কারণ এই প্রযুক্তির বিস্ফোরিত বিকাশের ফলে আমরা মনোযোগী নই এখন। আমাদের কাজে মনোসংযোগ বা মনোযোগ নেই। আমরা একটি অস্থির অমনোযোগী প্রজন্মের দিকে এগিয়ে চলেছি। বই পড়া আমাদের মনোযোগী হতে শেখাবে। কারণ বই পড়া বা অধ্যয়ন হচ্ছে ধ্যান করার মতো। আপনি যখন বই পড়ছেন, আপনাকে এক মনে এক ধ্যানেই পড়তে হবে। নিবিড় মনোসংযোগ ঘটিয়ে মনোযোগ দিয়েই আপনাকে বই পড়তে হয়। এভাবেই ধীরে ধীরে আপনার ব্যক্তিত্বে মনোযোগ বিষয়টা যুক্ত হবে। বই পড়তে পড়তে বিশ্বের সব সময়ের শ্রেষ্ঠ মানুষদের চিন্তাভাবনার সঙ্গে আপনি পরিচিত হবেন। অপার সৌন্দর্য আর অসাধারণ চিন্তা আপনার মনকে নাড়া দেবে, নিউরনে অনুরণন ঘটাবে। আপনি হৃদয়বান হবেন, মননশীল হবেন। আপনি মনোযোগী ও চিন্তাশীল মানুষ হবেন। তাই বই পড়ার কোনো বিকল্প নেই। শুরু করেছিলাম কবি ওমর খৈয়ামের ছন্দ দিয়ে, শেষ করছিও তার কবিতায়, ‘রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে। কিন্তু বইটি অনন্ত যৌবনা।’

তাই আসুন বই পড়ি, মন গড়ি।

লেখক : সহকারী কমিশনার (ভূমি)

পাইকগাছা, খুলনা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close