reporterঅনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট, ২০১৭

বাউয়েটে শোক দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আর্মি ইউনিভারসিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। মঙ্গলবার কর্মসূচির মধ্যে ছিল পাতাকা অর্ধনমিত করা, আলোচনা সভা, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, কোরান খতম ও দোয়া মাহফিল। সকাল ৮টায় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার লে. কর্নেল (অব.) জিএম অজিজুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো. মোশাররফ হোসেন, সায়েন্স ও হিউম্যানিটিজ ফ্যাকালটির ডিন ড. মো. সাজ্জাদ হোসেন, কন্ট্রোলার অব এক্সাম মো. শহিদুল ইসলামসহ সব বিভাগের প্রধান শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা। অলোচনা শেষে আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মসজিদে কোরান খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist