reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০১৭

গণবিশ্ববিদ্যালয় পরিদর্শনে নেপালের ফটো সাংবাদিক

নেপালের ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্টের ১০ সদস্যসহ ১৪ সদস্যের একটি দল সাভারের গণবিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। রোববার দুপুরে দলটিকে অভ্যর্থনা জানান গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। এ উপলক্ষে উপাচার্যের সভাকক্ষে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নেপালি ফটো সাংবাদিকের সামনে গণবিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য, বর্তমানে চালুকৃত বিভাগ ও শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লায়লা পারভীন বানু। এ সময় নেপালের সাংবাদিকরা তাদের তোলা মাউন্ট এভারেস্টসহ বিভিন্ন ছবি উপাচার্যকে উপহার দেন। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল জুবেরী, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী ও সিনিয়র সহযোগী অধ্যাপক ডা. মো. শওকত আলী আরমান উপস্থিত সভায় ছিলেন। পরে দলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসিনক ও পরীক্ষা নিয়ন্ত্রণ অফিস ঘুরে দেখেন।

বাংলাদেশ ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন ও নেপালের ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্টদের সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে সাত দিনের সফরে বাংলাদেশে আসে দলটি। ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্টদের নেতৃত্ব দেন দেশটির ফটো সাংবাদিক তেজ বাহাদুর। গণবিশ্ববিদ্যালয় সফরকালে দলটির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য কাজী রওনক হোসেন, বর্তমান সভাপতি একেএম মুহসীন, সিনিয়র সহ-সভাপতি শরীফ সারোয়ার ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist