reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০১৭

স্বর্ণপদক পেলেন শাবির তিন শিক্ষার্থী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তিন শিক্ষার্থী গণিতে কৃতিত্বপূর্ণ ফলের জন্য স্বর্ণপদক পেয়েছেন। গত রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে পরিসংখ্যান বিভাগের গ্যালারিতে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক, নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়। গণিত বিভাগের সহকারী অধ্যাপক চন্দ্রানী নাগের সঞ্চালনায় ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া।

এতে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ কবির, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার ও ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এএফ রহমান ফাউন্ডেশনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও গণিতের কাজে তারা এগিয়ে আসবে, এমন আশা প্রকাশ করেন তিনি। পদকপ্রাপ্তরা হলেন মো. সাদিকুর রহমান (বিএসসি), ফেরদৌস আরা বেগম (এমএস থিসিস) এবং সুস্মিতা পুরকায়স্থ (এমএস জেনারেল)। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist