reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মে, ২০১৭

জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ী চুয়েট টিমকে সংবর্ধনা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে অংশগ্রহণকারী ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও দ্বিতীয় রানার আপ দলকে চুয়েটের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল আলম তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। চুয়েটের ভিসি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্তরা হলেন, চ্যাম্পিয়ন দল ‘চুয়েট ডায়মন্ড অ্যান্ড রাস্ট’-এর সদস্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেনি ও ১৫তম ব্যাচের সুমাইয়া বিনতে হেদায়েত। অন্যদিকে প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপ দল ‘চুয়েট গার্লস আর পার্লস’-এর সদস্য একই বিভাগের শিক্ষার্থী ১২তম ব্যাচের সাবেরা জামিলা এবং নুসরাত জাহান মনিশাকেও সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সামশুল আরেফিন, সিএসই বিভাগের প্রভাষক অনিমেষ কুমার রায় প্রমুখ।

অধ্যাপক ড. রফিকুল আলম বলেন, এই অর্জন চুয়েটের চলমান অগ্রযাত্রার জন্য নতুন একটি মাইলফলক। এই সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। বিশেষ করে মেয়েদের আরো এগিয়ে আসতে হবে। যাতে করে তারা আন্তর্জাতিক অঙ্গনেও সফলতা দেখাতে পারে। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি। উল্লেখ্য, ৯ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে রাজধানী ঢাকায় ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট-২০১৭’ (এনজিপিসি) শীর্ষক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist