reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মে, ২০১৭

তিন দিনব্যাপী কর্মশালা শুরু

দক্ষ জনবল সৃষ্টির ভূমিকা রাখবে সমুদ্রবিজ্ঞান বিভাগ : ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘সাসটেইনেবল ম্যানেজমেন্ট অব মেরিটাইম ইকোসিস্টেম অ্যান্ড অ্যাসিডিফিকেশন মনিটরিং’ শীর্ষক তিন দিনব্যাপী এক কর্মশালা গত মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্সেসের সেমিনার কক্ষে শুরু হয়েছে। পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের জন্য আয়োজিত উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. রাইসুল আলম ম-ল এবং বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কাওসার আহমেদ।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতির বক্তব্যে বলেন, আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সমুদ্র বিজয়ের পর সমুদ্রের সম্পদ রক্ষা করা, সমুদ্র সম্পদ সম্পর্কে জ্ঞান আহরণ করা, সমুদ্রের নানাবিধ ব্যবস্থাপনার ক্ষেত্রে আজ কর্মদক্ষতা অর্জনের উপযোগিতা বৃদ্ধি পেয়েছে। এ পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ ও কর্মদক্ষতা বৃদ্ধির ওপর উপাচার্য গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে অনেক দূর এগিয়েছে। সমুদ্রের খনিজ সম্পদ, প্রাণিজ সম্পদ এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে টেকসই উন্নয়নের বিদ্যায়তনিক শিক্ষার উন্নয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রচেষ্টা অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন লক্ষ্য ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্রবিজ্ঞান বিভাগ আয়োজিত এই কর্মশালা দক্ষ জনবল সৃষ্টির জন্য বিশেষ ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও পরিবেশবিদরাও এই কর্মশালায় অংশগ্রহণ করছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist