reporterঅনলাইন ডেস্ক
  ০২ এপ্রিল, ২০২০

শাবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৭ মার্চ সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জাতীয় পতাকা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। পরে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ নেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শিক্ষাভবন-ডি এর গ্রাউন্ডে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত বিভিন্ন তথ্যচিত্র ও ছবি প্রদর্শন করা হয়। এছাড়া বিকালে বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং ইউনিভার্সিটি সেন্টারে প্রার্থনার আয়োজন করা হয়। এর আগে ১৬ মার্চ রাত ১১টার পর মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা শুরু হয়। ক্যাম্পাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের জন্য একে একে সমবেত হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। পরে রাত ১১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সমাবেশ ও ১১:৫৯:৫০ থেকে এ ক্ষণগণনা করা হয়। এছাড়া ১৭ মাচ রাতের প্রথম প্রহর ১২টা ৫ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের মুজিব শতবর্ষ উদ্যাপন কমিটি, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সংগঠন, বিভিন্ন বিভাগ, আবাসিক হলসমূহ, শাবি ছাত্রলীগ, শাবি প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ১২টা ১৫ মিনিটে ফানুস উড়ানো এবং ১২টা ২০ মিনিটে গোলচত্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। অনুষ্ঠানমালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ও ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেল, শাবির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদ্যাপন করতে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close