reporterঅনলাইন ডেস্ক
  ১১ মার্চ, ২০২০

বাউয়েটের পুরোকৌশল বিভাগের শিক্ষার্থীদের সার্ভেয়িং প্র্যাকটিক্যাল ক্লাস পরিদর্শন

নাটোরের কাদিরাবাদে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) পুরোকৌশল বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের ‘সার্ভেয়িং প্র্যাকটিক্যাল ক্লাস’ গত ২৪ ফেব্রুয়ারি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল।

ক্লাস পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কাদিরাবাদ সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, এনডিসি, পিএসসি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) শেখ মো. শামীম হোসেন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসান। ক্লাস পরিদর্শন কালে উপাচার্য ছাত্রছাত্রীদের সার্ভেয়িংয়ের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য যে, গত ২৩ ফেব্রুয়ারি বাগাতিপাড়া উপজেলার ইউএনও পার্কে পুরোকৌশল বিভাগের ৯ম ব্যাচের (২য় সেমিস্টার) শিক্ষার্থীদের দুই সপ্তাহ ব্যাপী ‘সার্ভেয়িং প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়েছে। এই ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা চেইন সার্ভেয়িং, প্লেন টেবিল সার্ভেয়িং, লেভেলিং অ্যান্ড কন্ট্রোর, কার্ভ সেটিং, হাউস সেটিংসহ সার্ভেয়িং-এর বিভিন্ন পদ্ধতি হাতেকলমে শেখার সুযোগ পেয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close