reporterঅনলাইন ডেস্ক
  ০৮ মার্চ, ২০২০

কুবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি। কর্মসূচির মধ্যে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান, ১১টায় কালোব্যাজ ধারণ ও শোক র‌্যালি, ১১টা ১৫ মিনিটে আলোচনা সভা, ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে শহীদদের উদ্দেশ্যে দোয়া। পরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরী। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, আবাসিক হল, বিভাগগুলো, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন, ক্লাব ও শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। উপাচার্য ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে সাংস্কৃতিক ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের দৌহিত্রী সংসদ সদস্য আরমা দত্ত। প্রধান অতিথি ভাষাসৈনিকদের পদতলে শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্যে বলেন, অনেক শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে বাঙালি জাতি একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবে। ভাষাশহীদদের রক্তে লেখা মাতৃভাষাভিত্তিক বাংলাদেশ রাষ্ট্র আমরা পেয়েছি। আমরা সেই সব ভাষাসৈনিককে কখনই ভুলব না। আজকের এই একুশের লগ্নে আপনারা শহীদদের বুকে ধারণ করবেন, বঙ্গবন্ধুকে ধারণ করবেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন। তিনি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিচারণ করে আরো বলেন, আমরা গর্বিত একটি জাতি যারা প্রাণ দিতে জানে কিন্তু মাথানত করতে জানে না।। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উপাচার্য ড. এমরান কবির চৌধুরী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close