reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি, ২০২০

বশেমুরবিপ্রবিতে সিজেডএম জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট আয়োজিত জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রাম ফর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট (২০১৮-২০১৯) দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গত ২৯ জানুয়ারি বুধবার এই স্কলারশিপ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে খুলনা জোনের ২১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: শাহজাহান। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর নির্বাহী প্রধান ও সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়া, বশেমুরবিপ্রবির প্রধান প্রকৌশলী এস এম এস্কানদার আলী, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম, শিক্ষার্থী নুরে আলম, মেহেদী হাসান, রেজাউল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close