reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০২০

ঢাবির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ৭০ বছর পূর্তি উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ৭০ বছর পূর্তি উৎসব গত ৩০ ডিসেম্বর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উদ্যাপিত হয়েছে। উপাচার্য ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসব উদ্বোধন করেন। কার্জন হল পরিবেশ ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মো. খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অস্ট্রিয়ার ভিয়েনা ইউনিভার্সিটি অব ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড লাইফ সায়েন্সেসের ইমেরিটাস অধ্যাপক ড. উইনফ্রিড এরিক হুবার্ট ব্লাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাবির সাবেক উপাচার্য ড. এস এম এ ফায়েজ, অধ্যাপক সৈয়দ ফজলে এলাহী, ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উপাচার্য মো. আখতারুজ্জামান আয়োজকদের অভিনন্দন জানিয়ে বলেন, সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও পরিবেশ রক্ষায় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close