reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ডিসেম্বর, ২০১৯

বর্ণিল আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে ৪১তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন জাতীয় দিবসসমূহ উদ্যাপন স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান। ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ সময় তাদের সঙ্গে ছিলেন। প্রভোস্টরা নিজ নিজ হলে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফের উপস্থিতিতে শান্তি ও আনন্দের প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রশাসন ভবন চত্বর হতে শুরু হওয়া আনন্দ শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। বিভিন্ন বিভাগ, অফিস, হল এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে নিজ নিজ ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুনসহ বিপুলসংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থী, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বর্ণাঢ্য সাজে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সম্মুখ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে উপাচার্য অন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ৪১তম জন্মদিনের কেক কাটেন। এরপর সংক্ষীপ্ত আলোচনা অনুষ্ঠানে উপাচার্য বলেন, নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েও মাথা উঁচু করে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। যে মহামানবের জন্ম না হলে বাঙালি জাতি একটি স্বাধীন রাষ্ট্র পেত না, সে মহামানবের অনিন্দ্য সুন্দর ম্যুরাল আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থাপন করেছি; যাতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই মহামানবের মহান আদর্শ সঞ্চারিত হয়। বর্তমান প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর ৯টি অত্যাধুনিক বিভাগ খোলা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ৪০ বছরের ইতিহাসে অবকাঠামোগত উন্নয়নে একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এখানে ৫৩৭ কোটি টাকার মেগাপ্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এখানে ৩৪টি বিভাগের প্রতিটি বিভাগকে গবেষণা ও উদ্ভাবনের দুর্গ হিসেবে গড়ে তুলতে চাই। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close