reporterঅনলাইন ডেস্ক
  ২১ নভেম্বর, ২০১৯

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাবি উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণের পর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ৫ নভেম্বর মঙ্গলবার ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক, প্রক্টর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য ও স্বাক্ষর করেন। তিনি তার মন্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাথা। বাংলাদেশের এই মহান স্থপতির অনবদ্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমরা সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার শপথ গ্রহণ করছি। একই সঙ্গে গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ নিয়ে নতুন উদ্যোগে কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করছি। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close