reporterঅনলাইন ডেস্ক
  ১০ নভেম্বর, ২০১৯

ইস্ট ওয়েস্টে মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ।’ জাতিসংঘের সংস্থা ইউনেস্কো প্রতি বছর অক্টোবর মাসের ২৪ থেকে ৩১ তারিখ পর্যন্ত এ সপ্তাহ পালন করে থাকে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে আফতাবনগরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্বোধনী সেমিনারের মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনেস্কোর বাংলাদেশ প্রধান বেট্রিচ কালডন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ জেড এম শফিকুল আলম। সেমিনারে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপার্সন ড. দিলারা বেগম।

সেমিনারে সাম্প্রতিক ঘটনাগুলোর উদাহরণ দিয়ে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তথ্যের সঠিক ব্যবহারে ফেনীর আলোচিত নুসরাত হত্যাকারীদের উপযুক্ত সাজা হয়েছে। আবার অপব্যবহারে অনেক দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটছে। সেজন্য তথ্যের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করতে হবে।’ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তারা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close