reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুলাই, ২০১৯

কুবির ফার্মেসি বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। ১৭ জুলাই বুধবার বেলা ১১টায় বিজ্ঞান অনুষদ ভবনের ১০৫নং কক্ষে তাদের বরণ করে নেওয়া হয়।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মালয়েশিয়া, সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোরব ন্যায় খুবই সমৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয় হবে। এটি এখন আর স্বপ্ন নয়, বাস্তব। তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, প্রশাসনের ওপর বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাস নিয়ে সব কাজ করতে হবে। আমরা সবাই মিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

ফার্মেসি বিভাগের সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. এ কে এম রায়হান উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামীমুল ইসলাম, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে লুৎফুর কবির। নবীনবরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close