reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জুলাই, ২০১৯

প্রজেক্টর ও মাল্টিমিডিয়া পেল ২৪১ প্রাথমিক বিদ্যালয়

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে ৫ জুলাই শুক্রবার পিরোজপুরের দুটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও মাল্টিমিডিয়া বিতরণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১০৩টি ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় ১৩৮টি বিদ্যালয়ে এ ডিজিটাল শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম প্রধান অতিথি ও মহিলা সংসদ সদস্য শেখ এ্যানী রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এ শিক্ষা উপকরণ তুলে দেন।

সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য দেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close