reporterঅনলাইন ডেস্ক
  ১১ জুলাই, ২০১৯

তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তিতে ৪ মাসব্যাপী উৎসব

দেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তিতে চার মাসব্যাপী জমকালো উৎসব অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে উদ্যাপন করা হবে। একই সঙ্গে স্বাধীন বাংলাদেশের ৫০ বছর এবং বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন করা হবে কলেজে। ৩ জুলাই বুধবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিতুমীর কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও কলেজের ৫০ বছর উদ্যাপন পর্ষদের আহ্বায়ক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে জানাতে চাই, সবাইকে সঙ্গে নিয়ে বৃহৎ পরিসরে আয়োজন করা হবে সরকারি তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান। এ ছাড়া স্বাধীন বাংলাদেশের ৫০ বছরের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন করতে চাই।’ তিনি আরো বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু করে ২০২০ খ্রিস্টাব্দের মার্চ পর্যন্ত অর্থাৎ চার মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করতে চাই। এ উপলক্ষে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। যেখানে তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থীরা নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। কলেজের সাবেক শিক্ষার্থী টিপু মুনশি বলেন, ‘চলতি বছরের ডিসেম্বর মাসেই আমরা পুনর্মিলনের আয়োজনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। মাসব্যাপী অনুষ্ঠানের সমাপনীতে সুবর্ণজয়ন্তীর মূল অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি করার বিষয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, শিক্ষাবান্ধব রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এ বিষয়ে আমাদের আমন্ত্রণে সম্মতি জ্ঞাপন করবেন।’ সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close