reporterঅনলাইন ডেস্ক
  ১১ জুন, ২০১৯

আইইউবি পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এর ক্যাম্পাস পরিদর্শন করেছেন জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেন হোল্টজ। ৩০ মে বৃহস্পতিবার আইইউবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৯ মে বুধবার আইইউবি ক্যাম্পাস পরিদর্শনে এসে প্রথমে রাষ্ট্রদূত পিটার ফাহরেন হোল্টজ বিশ্ববিদ্যয়য়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মিলান পাগনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ‘ব্রডকাস্ট জার্নালিজম (টিভি) ল্যাব’ এবং ‘অডিও ভিজুয়াল পোস্ট প্রডাকশন ল্যাব’ পরিদর্শন করেন। এ সময় তিনি ‘ব্রডকাস্ট জার্নালিজম (টিভি) ল্যাবে’-এর শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভা সঞ্চালনা করেন বিভাগের প্রধান, অধ্যাপক জাকির হোসেন রাজু।

এ সময় রাষ্ট্রদূত পিটার ফাহরেন হোল্টজ বলেন, বাংলাদেশের অসাধারণ অগ্রগতির কথা জার্মানির সাধারণ মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close