reporterঅনলাইন ডেস্ক
  ২৪ এপ্রিল, ২০১৯

পহেলা বৈশাখে যবিপ্রবিতে মেহেদি উৎসব

বাংলা নতুন বছরকে বরণ করে নিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইউথ এন্ডিং হাঙ্গার যবিপ্রবি শাখা ও নিলয় মোটরস লিমিটেডের যৌথ উদ্যোগে মেহেদি উৎসবের আয়োজন করা হয়। ১৪ এপ্রিল রোববার সকাল আটটায় শুরু হয় নিজের হাতে মেহেদি পরা এবং অন্যর হাতে মেহেদি পরিয়ে বৈশাখী আনন্দে মেতে ওঠার এই অনুষ্ঠান। মেহেদি উৎসবের পাশাপাশি থাকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি। মেহেদি উৎসব সম্পর্কে ইউথ এন্ডিং হাঙ্গার যবিপ্রবি শাখার সমন্বয়ক নাজনীন সুলতানা বলেন, ‘পহেলা বৈশাখে নিজে মেহেদি পরা, অন্যকে মেহেদি পরিয়ে দেওয়া এবং আনন্দ র‌্যালি বের করার মাধ্যমে আমরা ক্যাম্পাসে ভিন্নধর্মী বৈশাখ উদযাপনে এমন উদ্যোগ নিয়েছি।’ এ উৎসব প্রসঙ্গে নিলয় মটরস লিমিটেডের যশোর রিজিওনাল কো-অর্ডিনেটর আবু সাঈদ বলেন, ‘বাংলার ঐতিহ্যগত শিল্প ও সংস্কৃতিচর্চার জন্য আমরা এমন উদযাপনে পাশে আছি।’ সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close