reporterঅনলাইন ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

বিশ্ব ভালোবাসা দিবসে পবিপ্রবির ভিন্ন আয়োজন

ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরর ‘হল কৃষি’ নামক একটি সংগঠন। বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মাতে গ্রিন ফেয়ার নামে বৃক্ষমেলার আয়োজন করেন তারা। মেলার স্টলে সকাল থেকেই বৃক্ষপ্রেমীদের ভিড় লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, গাছের প্রতি ভালোবাসা বাড়াতেই এ ধরনের উদ্যোগ নিয়েছেন তারা। মেলায় ডায়ান্থাস, মোরগঝুঁটি, ক্যালেন্ডুলা, ডালিয়া ও গোলাপসহ প্রায় ৫০ ধরনের

ফুল এবং জামরুল, ডালিম ও কমলা লেবুসহ প্রায় ১০ ধরনের ফলগাছ প্রদর্শন করেন আয়োজকরা। হল কৃষির উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের শিক্ষার্থী

সোহানুর রহমান জানান, ভালোবাসা দিবসটিকে ভিন্নভাবে উপস্থাপনের জন্যই এ আয়োজন। ভালোবাসা দিবসে গাছের চারা কিনতে আসা শিক্ষার্থী তানজিলা মুনিয়া বলেন, এটা নতুন অভিজ্ঞতা। এ ধরনের আয়োজন দেখে আমি মুগ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close