reporterঅনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি, ২০১৯

মাভাবিপ্রবিতে ‘হায়ার এডুকেশন ইন ক্রিমিনোলজি’ শীর্ষক সেমিনার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের উদ্যোগে বিভাগের সেমিনার হলে ‘হায়ার এডুকেশন ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিজ : ফ্রম গ্রোবাল পার্সপেক্টিভস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি সোমবার সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন। ওই বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ। এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক, সহকারী অধ্যাপক মোহাম্মদ বশীর উদ্দীন খান, সহকারী অধ্যাপক সুব্রত ব্যানাজী ও প্রভাষক মোহাম্মদ আওরঙ্গজেব আকন্দ।

সেমিনারে আলোচকগণ উত্তর আমেরিকা (কানাডা), ইউরোপ (জার্মানি), এশিয়া (চীন) ও দক্ষিণ এশিয়াতে (ভারতে) উচ্চশিক্ষার সুযোগ, প্রক্রিয়া এবং আবেদনের ধারাবাহিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উচ্চশিক্ষায় বিশেষ করে মাস্টার্স ও পিএইচডিতে ভর্তির জন্য ডকুমেন্টস, মটিভেশন লেটার, সিভি, ভিসার আবেদন এবং রেফারেন্স লেটার কীভাবে লিখতে হয়, তা হাতে-কলমে শিক্ষা দেন তারা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close