reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি, ২০১৯

রাবিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী

বিগত দেড় যুগ ধরে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের পরিবেশে উপর যে প্রভাব পড়েছে, তা নিয়ে ধারণ করা ৪১টি আলোকচিত্র নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিনদিনব্যাপী প্রদর্শনী শেষ হয়েছে। ২৭ জানুয়ারি রোববার দুপুর ১২টা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উত্তর পাশে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক আ-আল-মামুন। ‘কার্বন কান্না’ শিরোনামে শুরু হওয়া এ প্রদর্শনীর মঙ্গলবার পর্যন্ত চলে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

আয়োজক সূত্রে জানা যায়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ফটোগ্রাফার দ্বীন মোহাম্মদ শিবলীর দেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে তোলা ৪১ টি আলোকচিত্র এই প্রদর্শনীতে স্থান পেয়েছিল।

ফটোগ্রাফার শিবলী বলেন, ‘গত ১৬ বছরে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ঘুরে ফটোগ্রাফি করেছি। খুব সীমিত সংখ্যক লোক এই ফটোগ্রাফির সঙ্গে যুক্ত। আমি চেষ্টা করেছি জলবায়ু পরিবর্তনে কী প্রভাব পড়েছে দেশের উপকূলীয় অঞ্চলে তা সমাজের সামনে তুলে ধরতে। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চল আগামী ৫০ বছরে মধ্যে তলিয়ে যাওয়ার বিষয়ে বিশেষজ্ঞরা যে আভাস দিচ্ছিলেন গত ৬-৭ বছরের মধ্যেই অনেকটা প্রভাব ফেলেছে। ইতোমধ্যে উপকূলে অনেক গ্রাম ডুবে গেছে।’

সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী অধরা মাধরী পরমার সঞ্চালয় এসময় সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, সহকারী অধ্যাপক ড. মাহাবুবুর রহমান রাসেল, কাজী মামুন হায়দার রানা, মামুন আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close