reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জানুয়ারি, ২০১৯

পবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল দশটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। পরে সকাল সাড়ে ১০টায় কৃষি অনুষদের কনফারেন্স রুমে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আ ক ম মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। প্রো-ভিসি তার বক্তব্যে দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম রাব্বানী আকন্দ, রেজিস্টার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফজলুল হকসহ আরও অনেকে। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close