reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ডিসেম্বর, ২০১৮

এমইউতে ‘ডিক্লাইন অ্যান্ড প্রসপেক্টস অব পার্লামেন্ট’ শীর্ষক সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ডিক্লাইন এন্ড প্রসপেক্টস অব পার্লামেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। আইন ও বিচার বিভাগ এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক, বর্তমানে যুক্তরাজ্যের কিংস কলেজে পিএইচডি গবেষণায় থাকায় মো. জসিম আলী চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন।

বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রভাষক কাওসার মাহমুদের সঞ্চলনায় সেমিনারে বিভাগের শিক্ষকবৃন্দ ও এলএলবি (অনার্স) প্রোগ্রামের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেমিনারে অন্যান্যের মধ্যে আইন ও বিচার বিভাগের প্রধান সহকারী অধ্যাপক গাজী সাইফুল হাসান উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close