reporterঅনলাইন ডেস্ক
  ২১ নভেম্বর, ২০১৮

রূপালী ব্যাংক শিওর ক্যাশ ও রুয়েটের মধ্যে চুক্তিসম্পন্ন

মোবাইল ব্যাংকিং ফিন্যান্সিয়্যাল সার্ভিসের আওতায় রূপালী ব্যাংক শিওর ক্যাশ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। ৬ নভেম্বর মঙ্গলবার সকালে ভাইস চ্যান্সেলরের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সেলিম হোসেন এবং রূপালী ব্যাংকের রুয়েট শাখার ব্যবস্থাপক মো. সোয়াইবুর রহমান খান।

এই চুক্তির ফলে রুয়েটে অধ্যয়নরত ও ভর্তিচ্ছু ছাত্রছাত্রীরা ভর্তিসহ সব ধরনের ফি রূপালী ব্যাংক শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে খুব সহজে যেকোনো সময় তার নিজস্ব রূপালী ব্যাংক শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে অথবা রূপালী ব্যাংক শিওর ক্যাশ এজেন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সেলিম সোহেসসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া রূপালী ব্যাংকের পক্ষে ব্যাংকের রাজশাহী বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর, উপমহাব্যবস্থাপক, কর্মকর্তা, শিওর ক্যাশের পক্ষে এরিয়া ম্যানেজার মো. রাউফুর রহিম, অ্যাক্সিকিউটিভ গোলাম রাব্বানীসহ শিওর ক্যাশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close