reporterঅনলাইন ডেস্ক
  ৩১ অক্টোবর, ২০১৮

সড়ক নিরাপত্তা বিষয়ে মাইলস্টোন কলেজে মানববন্ধন এবং ফেস্টুন প্রদর্শন

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও ফেস্টুন প্রদর্শনী। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে সড়ক নিরাপত্তাবিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইলস্টোন কলেজ এ কর্মসূচি পালন করেছে। ২২ অক্টোবর সোমবার মাইলস্টোন কলেজের প্রশাসনিক ক্যাম্পাসের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও ফেস্টুন প্রদর্শন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের (উত্তরা ক্যাম্পাস) অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এম কামালউদ্দিন ভূঁইয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান খান, শিক্ষাবিষয়ক পরিচালক প্রফেসর মুহাম্মদ শাহজাহান হোসেন, লে. কমান্ডার (অব.) এফ করিম এবং প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলম প্রমুখ।

এ সময় মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনের পাশাপাশি সড়কে নিরাপত্তা বিষয়ে জনসচেতনতামূলক বিভিন্ন সেøাগান সম্বলিত ফেস্টুন বহন করেন। এসব ফেস্টুনের ভাষায় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের জন্য করণীয় বার্তা প্রদর্শন করেন, যা আমাদের সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা তৈরিতে সহায়ক। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close