reporterঅনলাইন ডেস্ক
  ২১ অক্টোবর, ২০১৮

দুর্যোগ মোকাবিলায় শিক্ষক গবেষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ও Youth Environment and Social Development Society (YESDS)-এর যৌথ উদ্যোগে ‘Climate Literacy Development Training Workshop’ অনুষ্ঠিত হয়। ১১ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

উপাচার্য তার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ওয়ার্কশপ আয়োজন করায় আয়োজকদের স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ একটি বৈশি^ক সমস্যা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের শিক্ষক-গবেষকদের দায়িত্ব সচেতন হয়ে প্রযুক্তির উদ্ভাবন, এর যথাযথ ব্যবহার এবং জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। যুবসমাজকে এ বিষয়ে তৎপর হওয়ার লক্ষ্যে আজকের ওয়ার্কশপ বিশেষ গুরুত্ব বহন করে। উপাচার্য এ ওয়ার্কশপে শিক্ষক-গবেষকদের মতামত পরিবেশ দূষণ রোধকল্পে বিশেষ ভূমিকা রাখবে এবং তরুণ মেধাবী শিক্ষার্থীদের জ্ঞান-গবেষণায় উদ্বুদ্ধ করবেÑএ প্রত্যাশা ব্যক্ত করেন। চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং ণঊঝউঝ-এর কর্মকর্তা জয় আহমদ কৌশিকের পরিচালনায় ওয়ার্কশপে বাংলাদেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক রবিউল ইসলামসহ চবি বিভিন্ন বিভাগের শিক্ষক ও ওই সংস্থার কর্মকর্তা খালেদ বিন মাসুদ রাইসা, ইমরান চৌধুরী, আসিফ আহমেদ ও নিশাত নাইলা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close