reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০১৮

ঢাবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ৩ অক্টোবর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রমেশ চন্দ্র মজুমদার আর্টস মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এবং ‘এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি’ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।

‘এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি’ বিভাগের চেয়ারপারসন মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ‘সিস্টেমিক ফ্যামিলি থেরাপি’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন যুক্তরাজ্যের ফ্যামিলি সাইকো থেরাপিস্ট এলিসন বাটারফিল্ড। সেমিনারে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শাহীন ইসলাম ও ‘ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন’-এর পরিচালক মনিরা রহমান। উল্লেখ্য, এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় ‘ইয়ং পিপল অ্যান্ড মেন্টাল হেলথ্ ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড’। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close