reporterঅনলাইন ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

শাবিতে দুই দিনব্যাপী রোবোটিকসবিষয়ক কর্মশালা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) রোবোটিকসবিষয়ক অন্যতম সংগঠন দ ‘রোবোসাস্ট’-এর আয়োজনে শুক্র ও শনিবার দুই দিনব্যাপী ‘অ্যাডভান্সড লাইন ফলোয়িং রোবট’ নামে একটি কর্মশালা হয়। বিশ্ববিদ্যালয়ের ড. এম. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের গ্যালারি রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘রোবোসাস্ট’ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ‘অ্যাডভান্সড লাইন ফলোয়িং রোবট’ প্রশিক্ষণ কর্মশালায় মোট ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এখানে রোবোটিক্সে আগ্রহী শিক্ষার্থীদের পিআইডি কন্ট্রোল, অবস্টেকল এভয়ডিং এবং মেইজ সলিভংয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

দুই দিনব্যাপী রোবোটিকসবিষয়ক এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ‘রোবোসাস্ট’ সংগঠনের সাবেক নির্বাহী সদস্য মেহেদী হাসান রূপক এবং মোহাম্মদ সাইফুল ইসলাম। রোবোসাস্টের সাধারণ সম্পাদক মির্জা কামরুল বাশার সোহানের কাছে ‘অ্যাডভান্সড লাইন ফলোয়িং রোবট’ কর্মশালা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘রোবোটিকসের বিভিন্ন প্রতিযোগিতায় এরা যেন ভালো করতে পারে এবং রোবট বিষয়ে আরো বেশি জানতে পারে। বিশেষ করে যারা একেবারেই নতুন ও মাত্র শুরু করছে তাদের জন্য আরেকটু শেখা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close