reporterঅনলাইন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল-কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনস্থ ইউনিভার্সিটি ল্যাবরেটরি (ইউল্যাব) স্কুল ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতার। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, সহশিক্ষা কার্যক্রমটাও জরুরি। তিনি শিক্ষার্থীদের সংস্কৃতিবান মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close