reporterঅনলাইন ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

খুবিতে আন্তডিসিপ্লিন দাবা প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফিটনেস সেন্টারে শারীরিক শিক্ষা ও চর্চা বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আন্তডিসিপ্লিন দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোল্লা মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দাবা খেলা কোনো শক্তি বা বলপ্রয়োগের বিষয় নয়, এটা বুদ্ধিমত্তার ও ধৈর্যের বিষয়। এ খেলা জ্ঞান, বুদ্ধি ও ধৈর্য বাড়ায় এবং এটা একটি অভিজাতদের খেলা। আমি আমার বিশ্ববিদ্যালয়কে শুধু খেলাধুলায় নয়, সার্বিক বিষয়ে আভিজাত্যের জায়গায় দেখতে চাই। এ সময় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি বিশেষ অতিথিকে দাবাচালের মাধ্যমে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিভিন্ন ডিসিপ্লিনের মোট ৬২ জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। সাত রাউন্ডের খেলায় আজ প্রথম দিন। খেলা পরিচালনায় বিচারক হিসেবে ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার দাবা সম্পাদক এবং আন্তর্জাতিক গ্রেডিংপ্রাপ্ত দাবাড়– জয়নুল আবেদীন সাগর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা ও চর্চা বিভাগের সহকারী পরিচালক সাহারা বানু। এ সময় সংশ্লিষ্ট বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close