reporterঅনলাইন ডেস্ক
  ০৯ আগস্ট, ২০১৮

নোবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের নেতৃত্বে ৩১ জুলাই মঙ্গলবার ব্যাপক উৎসাহ এবং জাঁকজমকপূর্ণ পরিবেশে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও জনসাধারণের অংশগ্রহণে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হয়।

‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের বাংলোতে গিয়ে শেষ হয়। পরে উপাচার্য সবাইকে সঙ্গে নিয়ে তার বাংলোসংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ বেলাল হোসেন, সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ-আল মামুনসহ বিভাগের অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close