reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুলাই, ২০১৮

ঢামেকের আট মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

এমবিবিএস পেশাগত চূড়ান্ত পরীক্ষায় অভূতপূর্ব ফলাফল অর্জন করায় কে-৭০ ব্যাচের আট মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) একাডেমিক কাউন্সিল। ১৪ জুলাই শনিবার তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। ঢামেকের ইতিহাসে প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী এ সংবর্ধনার আয়োজন করা হয়। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ জানান, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি ও বেসরকারি ৫৪টি মেডিকেল কলেজের এমবিবিএস পেশাগত চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ঢাকা মেডিকেল কলেজ থেকে মোট ২২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে মোট ৬০ জন শতকরা ৮৫ ভাগ নম্বর পেয়ে অনার্স (মেডিসিন ৫২, সার্জারি ২ ও গাইনি ৬ জন) ডিগ্রি লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ৫৪টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ থেকে অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় ঢামেকের ৮ জন যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, নবম ও যৌথভাবে দশম স্থান লাভ করেন। আট মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সাতজন নারী ও একজন পুরুষ। এর আগে গত ১০ জুলাই ডিএমসি ডে’র দিনে ঢাকা মেডিকেল অ্যালামনাই ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে ঢামেকের শীর্ষ মেধাবী ছাত্রী নুজহাত তাবাস্সুমকে স্বর্ণপদক দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist