reporterঅনলাইন ডেস্ক
  ১০ জুন, ২০১৮

মানারাত ইউনিভার্সিটি

‘স্পিরিচুয়ালিটি অ্যান্ড পিস ইন দ্য কোরআন’ সেমিনার

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসের ফুয়াদ আল খতিব অডিটোরিয়ামে সেন্টার ফর জেনারেল এডুকেশন (সিজিইডি) এবং উসকুদার ফাউন্ডেশন ফর কালচার অ্যান্ড এডুকেশন, তুর্কির যৌথ উদ্যোগে ৩ জুন রোববার ‘স্পিরিচুয়ালিটি অ্যান্ড পিস ইন দ্য কোরআন রিসালাই নূর পার্সপেক্টিভ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সিজিইডির প্রফেসর ড. মো. আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মানারাত ভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর এ টি এম ফজলুল হক। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন মানারাত ভার্সিটির সহকারী অধ্যাপক ও মিডিয়া ব্যক্তিত্ব ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে মানুষের জ্ঞান বুদ্ধি ও মেধা ব্যবহার করে আখেরাতমুখী জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস আ্যফেয়ার্সের ডেপুটি ডিরেক্টর আবদুল মতিনের সঞ্চালনায় ওই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার হাফিজুল ইসলাম মিয়া, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর হারুন অর রশিদ, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন প্রফেসর হেমায়েত হোসাইন খান, রেজিস্ট্রার ও সাবেক সচিব মো. মনিরুল ইসলাম, উসকুদার ফাউন্ডেশনের দেভুত জিজিওলো ও মোহাম্মদ ইরফান হাওলাদারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist