reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মে, ২০১৮

এইউবিতে কার্যকর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার ওপর কর্মশালা

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ ৫ মে শনিবার দেশি-বিদেশি শিক্ষকদের জন্য ‘এফেক্টিভ ক্লাসরুম ম্যানেজমেন্ট অ্যান্ড জয়ফুল টিচিং’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে মানবসম্পদ উন্নয়নের প্রধান কারিগর হিসেবে শিক্ষকরা যাতে শিক্ষকতা পেশায় দক্ষতার সঙ্গে তাদের মহান দায়িত্ব পালন করে উপযুক্ত মানবসম্পদের জোগান দিতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা ও আনন্দদায়ক শিক্ষণের বিভিন্ন দিকের ওপর ভিন্ন ভিন্ন সেশনে ভিডিও, এনিমেশন এবং অডিও দিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, অভিজ্ঞতা শেয়ারিং ও ব্রেইন স্টোর্মিং পদ্ধতিতে আলোচনা করা হয়। প্রশিক্ষণার্থী শিক্ষকরা মুক্তচিন্তা ব্রেইন স্টোর্মিং, আলোচনা, উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জের সমাধান খোঁজেন এবং শেষে কর্মক্ষেত্রে তা বাস্তবায়নের শপথ নেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মুহা. শাহ আলম। মডারেটর ছিলেন বিভাগীয় প্রধান এস এম গোলাম রাব্বানী। ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন বিভাগীয় শিক্ষক আরিফুর রহমান পরাগ ও হাফসা আফরোজ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist