reporterঅনলাইন ডেস্ক
  ০৭ মে, ২০১৮

চবিতে ডিএনএ দিবসে উপাচার্য

সঠিক ক্লু আবিষ্কার করতে ডিএনএ পদ্ধতি অত্যন্ত নির্ভরযোগ্য মাধ্যম

ডিএনএ দিবস ২০১৮ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে ২৬ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি ও আলোচনা সভা, পোস্টার কন্টেস্ট, কুইজ কন্টেস্ট ও বিজ্ঞানবিষয়ক আলোচনা।

বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে প্রধান অতিথি থেকে ওই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান।

উপাচার্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিবস উদযাপন করার উদ্যোগ নেওয়ায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষকসহ সব শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, মানবদেহসহ জীবজন্তু, গাছপালা ইত্যাদির সঠিক ক্লু আবিষ্কার করতে ডিএনএ পদ্ধতি অত্যন্ত কার্যকর এবং

নির্ভরযোগ্য মাধ্যম।

তিনি বলেন, এ ডিএনএর মাধ্যমে জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ করে এবং এর ফলে মানুষ সঠিক দিকনির্দেশনা খুঁজে পায়। উপাচার্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের নিয়মিত পঠন-পাঠনের মাধ্যমে এ সম্পর্কিত বিষয়ে অধিকতর চর্চা ও গবেষণা করে মানবকল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি ড. এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলামের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। অনুষ্ঠানে ওই বিভাগের সম্মানিত শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist