reporterঅনলাইন ডেস্ক
  ২৩ এপ্রিল, ২০১৮

কুয়েটে পরিবেশ উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পরিবেশ উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল বুধবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

সভায় কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম, প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. জুলফিকার হোসেন, পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার, নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন প্রামাণিকসহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানার ওসি মো. লিয়াকত আলী, ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী, আলহাজ মো. হাবিবুর রহমান, মোল্লা মো. মুজিবুর রহমান, সৈয়দ আশরাফ আলী প্রমুখ।

সভায় ফুলবাড়ীগেট (যশোর-খুলনা মহাসড়ক) থেকে কুয়েট গেট পর্যন্ত রাস্তার ৬০ ফুট জায়গা দখলমুক্ত রাখা, কুয়েটের দক্ষিণ সীমানা প্রাচীরের তেলিগাতী অভিমুখী রাস্তার পার্শ্ব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কুয়েটের খানজাহান আলী হল এবং স্টুডেন্ট ওয়েল ফেয়ার সেন্টারের মাঝখানের পুকুরে বাইরের লোকজনের গোসল বন্ধ করা, বর্ষা মৌসুমে কুয়েটের জলাবদ্ধতা নিরসনকল্পে জাব্দীপুর এলাকার পানি নিষ্কাশনের জন্য কুয়েট ক্যাম্পাস ছাড়া বিকল্প ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত সবাই বিষয়গুলোর ওপর তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ স্থিতিশীল রাখতে সম্মতি প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist