reporterঅনলাইন ডেস্ক
  ১৯ এপ্রিল, ২০১৮

গ্রিন ইউনিভার্সিটিতে উৎসবের রঙে বর্ষবরণ

উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য সব আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ-১৪২৫ উদযাপন করেছে গ্রিন ইউনিভার্সিটি পরিবার। ১৪ এপ্রিল শনিবার পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব আয়োজিত দিনব্যাপী এ আয়োজনে লাঠিখেলা, পুতুলনাচ, হাডুডু, বউ-জামাইয়ের পালকিসহ বাঙালি সংস্কৃতির নানা চিত্র তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরিবেশন করেন মনোজ্ঞ নৃত্য ও সংগীতানুষ্ঠানের।

সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, বাঙালিয়ানা সংস্কৃতি ধারণ করে এগিয়ে যাওয়ার প্রেরণা হলো পহেলা বৈশাখ। এর মাধ্যমেই জাতি অকল্যাণ, অন্ধকার ও অসামাজিক কর্ম দূরে ঠেলে নতুন করে উজ্জীবিত হয়। শপথ নেয় দ্বিধাহীনচিত্তে এগিয়ে যাওয়ার। এ সময় তিনি নতুন বছরের প্রথম এ দিন নিয়ে শৈশবের স্মৃতিচারণা করেন। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ বাঙালির রক্তে মিশে গেছে। শুধু ঐতিহ্যকে ধারণা করার নয়, সামনে এগিয়ে যাওয়ার দিনও এই বৈশাখ। উপ-উপাচার্য বৈশাখ উপলক্ষে জব্বারের বলী খেলা, নাগরদোলা চড়াসহ

জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। বাঙালি সংস্কৃতিতে যুগ যুগ ধরে চলে নানা সংস্কৃতি ও ঐতিহ্যগুলো তুলে ধরেন কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist