reporterঅনলাইন ডেস্ক
  ০২ এপ্রিল, ২০১৮

উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে নোবিপ্রবিতে আনন্দ র‌্যালি

স্বল্পোন্নত দেশের পদমর্যাদা থেকে বাংলাদেশের উত্তরণের সাফল্য উদযাপন উপলক্ষে ২২ মার্চ বৃহস্পতিবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। র‌্যালিতে নোবিপ্রবি পরিবারের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পরে দুপুর ১২টায় হাজী মো. ইদ্রিছ অডিটোরিয়ামে শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশের অভ্যুদয় ও বির্নিমাণে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তফার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল্লাহ-আল মামুন।

উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান ৫২-এর ভাষা আন্দোলন, ৬৬-এর ৬ দফা দাবি, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের তাৎপর্য এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অকৃত্রিম অবদানের কথা তুলে ধরে বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।’ বক্তব্যের মধ্যে তিনি সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রছাত্রীদের শপথ পাঠ করান, যেন সবাই বঙ্গবন্ধুর আদর্শে দেশের উন্নয়নে কাজ করে।

আলোচনা সভায় অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট, প্রক্টর, ছাত্র নির্দেশনা পরিচালক, শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতা, দফতর প্রধান এবং ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপাচার্যের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist