reporterঅনলাইন ডেস্ক
  ০৫ মার্চ, ২০১৮

নোবিপ্রবি ও কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি সমঝোতা স্বাক্ষর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা (এমওসি) স্বাক্ষর ২৮ ফেব্রুয়ারি বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলের লবিতে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে কলেজ অব ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ডিন ও সহযোগী অধ্যাপক তায়েহউন চ্যাং ‘এমওসি’তে স্বাক্ষর করেন। এর ফলে নোবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এনভায়রনমেন্টাল ইকোলজি, কৃষিসহ সংশ্লিষ্ট শিক্ষা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা সহজতর হবে। এ ছাড়া এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষদ, শিক্ষার্থী বিনিময়সহ যৌথ গবেষণা এবং ল্যাব সুবিধা আরো বৃদ্ধি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞা, প্রভাষক ড. মাহবুব আলম, উপাচার্যের একান্ত সচিব ডেপুটি রেজিস্ট্রার আ শ ম শরীফুর রহমান ও ব্যক্তিগত কর্মকর্তা কে এম মেহেদি হাসান প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist