reporterঅনলাইন ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি, ২০১৮

স্ট্যামফোর্ডে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের বর্ষপূর্তি

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের ১৪তম বর্ষপূর্তি উদযাপিত হয় ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার। বর্ষপূর্তি উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় সিদ্ধেশ্বরী ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. এ জে এম শফিউল আলম ভুঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ট্যামফোর্ড ফিল্ম অ্যান্ড মিডিয়ার বিভাগের চেয়ারম্যান মহিউদ্দিন ফারুক। প্রধান অতিথির বক্তব্যে ড. এ জে এম শফিউল আলম ভুঁইয়া বলেন, ‘একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়ার মতো একটি বিভাগ ১৪ বছর পার করা সহজ কোনো ব্যাপার নয়। যারা চলচ্চিত্র নিয়ে পড়তে আসেন, তারা চ্যালেঞ্জ নিয়ে পড়তে আসেন। কারণ, আমাদের সমাজ চলচ্চিত্রকে সমর্থন দিতে চায় না।’ তিনি আরো বলেন, ‘গত পাঁচ-সাত বছরে বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার প্রসার ঘটেছে। চলচিত্র শিক্ষার প্রসারে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আশা করি, একাডেমিক শিক্ষার মাধ্যমে কয়েক বছরের মধ্যে অনেক ভালো ভালো চলচ্চিত্রকার তৈরি হবে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যতগুলো ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ আছে, সবাইকে একসঙ্গে কাজ করা উচিত।’

বর্ষপূর্তি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুর রহমান, চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান, সহকারী অধ্যাপক সাকিরা পারভীন, শাহানা চৌধুরীসহ ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্ট্যামফোর্ড ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চলচ্চিত্রবিষয়ক প্রথম বিভাগ। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ যাত্রা শুরু করেছিল ২০০৪ সালের ২০ ফেব্রুয়ারি।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist