গণবি প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০১৮

গণবিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় প্রিমিয়ার লিগের পর্দা উন্মোচন

গণ বিশ্ববিদ্যালয়ে (গণবি) মাইক্রোবায়োলজি বিভাগ ও কম্পিউটার প্রকৌশল বিভাগের আন্তবিভাগীয় প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ শুরু। গত ২ জানুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাঠে এই প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়। উভয় ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ড. রেজোয়ানা খান ও ড. করম নেওয়াজ এবং ক্রীড়া শিক্ষক মো. হাবিবুর রহমান উপস্থিত থেকে বিকেল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইউথ বিশ ও গ্রাউন্ড ব্রেকার। খেলায় আম্পিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন হৃদিয় সরকার ও মো. নাজমুল হোসেন। খেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাঠকে কেন্দ্র করে ছিল উৎসবের আমেজ। শতাধিক শিক্ষার্থী এই খেলা উপভোগ করেন। কম্পিউটার প্রকৌশল বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী হৃদয় সরকার জানান, চতুর্থবারের মতো দুই দলের ভ্রাতৃত্বপূর্ণ ম্যাচ দেখতে বেশ ভালো লেগেছে। সামনের দিনেও এ ভ্রাতৃত্বপূর্ণ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা রাখছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist