আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ অক্টোবর, ২০১৭

এবার শত্রুর ঘুম কেড়ে নেবে ‘নাইট হান্টার হেলিকপ্টার’!

রুশ প্রশাসনের পক্ষ থেকে আলেপ্পোতে তাদের অত্যাধুনিক ‘নাইট হান্টার’ গান শিপ ব্যবহারের তোড়জোড় চলছে। এমন পরিস্থিতিতে মস্কোকে এই অত্যাধুনিক হেলিকপ্টার ব্যবহারের জন্য সতর্ক করেছে আমেরিকা।

রুশ কমান্ড সূত্রে খবর, সাধারণত ন্যাটো বাহিনী যে অ্যাপেচ গান শিপ ব্যবহার করে থাকে, তার চেয়ে বহুগুণ বেশি কার্যকরী এই রুশ নাইট হান্টার হেলিকপ্টার। যা এক নিমিষে শেষ করে দিতে পারে শত্রুপক্ষকে।

জানা গেছে, পুতিন প্রশাসন ‘সাতান ২’ নামের পারমাণবিক মিসাইল পরীক্ষামূলক উৎক্ষেপণ করার কিছুদিনের মধ্যেই সামনে এনেছিল তাদের এই সর্বাধুনিক সামরিক অস্ত্রকে।

রাশিয়ান সংবাদমাধ্যম জানিয়েছেন, এ হেলিকপ্টারে রয়েছে স্মার্ট বোম্ব। যা এসকর্ট ড্রোনের সঙ্গে তথ্য বিনিময়ে সক্ষম। এমনকি এই হেলিকপ্টারে রয়েছে ‘সিগন্যাল ইনফরমেশন স্পেসের’ মতো জ্ঞাপন পদ্ধতি। যা এই রোবোটিক এয়ারক্রাফটকে ভয়ংকর থেকে ভয়ংকরতম হামলা চালাতে সাহায্য করবে।

রুশ সামরিক মন্ত্রণালয় সূত্রে খবর, চলতি মাসেই সেনার হাতে চলে আসতে পারে এই হেলিকপ্টার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist