আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ অক্টোবর, ২০১৭

পানামা পেপারসখ্যাত অনুসন্ধানী সাংবাদিক গাড়িবোমায় নিহত

পানামা পেপারস-খ্যাত অনুসন্ধানী সাংবাদিক কারুয়ানা গালিজিয়া (৫৩) শক্তিশালী গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন। গত সোমবার মাল্টায় নিজ বাড়ির কাছেই তার গাড়িটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণটি এতই ভয়াবহ ছিল যে, গাড়িটি টুকরো টুকরো হয়ে যায়। আশপাশে অনেক দূর পর্যন্ত গাড়ির বিস্ফোরণের বর্জ্য ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত হত্যাকা-ের কেউ দায় স্বীকার করেনি। খবর গার্ডিয়ানের। ‘ওয়ান ওম্যান উইকিলিকস’ নামে পরিচিত গালিজিয়া একজন জনপ্রিয় ব্লগার ছিলেন। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের দুর্নীতি নিয়ে তিনি খুব জনপ্রিয় একটি ব্লগ পরিচালনা করতেন। তাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তার ব্লগ পোস্টগুলো অনেক সময় জনপ্রিয় পত্রিকার সমান সার্কুলেশনের চেয়েও বেশি পাঠক আকর্ষণ করত। সম্প্রতি তিনি মাল্টার প্রধানমন্ত্রী এবং তার কাছের কয়েক সহযোগীর বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশ করেন। এ ছাড়া পানামা পেপারস কেলেঙ্কারির বিষয়ে তিনি বেশ ভালো কাজ দেখিয়েছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist