আন্তর্জাতিক ডেস্ক

  ২২ সেপ্টেম্বর, ২০১৭

দত্তকের নামে শ্রীলঙ্কা থেকে হাজারো শিশু ইউরোপে

শ্রীলঙ্কা সরকার স্বীকার করেছে যে, আশির দশকে সে দেশে জন্ম নেওয়া হাজার হাজার শিশুকে জালিয়াতির মাধ্যমে দত্তক দেওয়ার জন্য বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে পরিবারগুলোর কাছে দত্তক দেওয়ার জন্য প্রায় ১১ হাজার শিশুকে জালিয়াতির মাধ্যমে পাঠানো হয়েছে। সম্প্রতি নেদারল্যান্ডসের একটি প্রামাণ্য অনুষ্ঠানে এ তথ্য উঠে এসেছে। সে অনুষ্ঠানে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, জালিয়াতি করে যেসব শিশুকে ইউরোপের বিভিন্ন দেশে দত্তক দেওয়া হয়েছে, তারা যাতে নিজেদের প্রকৃত মা-বাবাকে খুঁজে পেতে পারে, সে জন্য ডিএনএ তথ্যভা-ার স্থাপন করা হবে। প্রায় চার হাজার শিশুকে নেদারল্যান্ডসে এবং বাকিদের সুইডেন, ডেনমার্ক, জার্মানি এবং ব্রিটেনে বিভিন্ন পরিবারের কাছে দত্তক দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২৭ বছর আগে এ ধরনের এক দত্তক শিশু সম্প্রতি শ্রীলঙ্কায় এসেছিলেন তার আসল বাবা-মায়ের খোঁজে। তিনি বর্তমানে নেদারল্যান্ডসভিত্তিক একটি সামাজিক যোগাযোগের নেটওয়ার্কে কাজ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist