আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ আগস্ট, ২০১৭

ভারতীয় কোস্টগার্ডে যোগ হচ্ছে আরো জাহাজ ও এয়ারক্রাফট

নিজেদের সমুদ্রসীমাকে বিদেশি শত্রুর হাত থেকে নিñিদ্র নিরাপদ রাখতে ভারত সরকার ৩২ হাজার কোটি রুপি বরাদ্দ করেছে। বুধবার নবভারতটাইমস.কম জানায়, পাঁচশালা পরিকল্পনার অংশ হিসেবে এই অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে মোদি সরকার। মূলত কোস্টগার্ডকে শক্তিশালীকরণে এই অর্থ ব্যয় হবে।

পত্রিকাটি জানায়, নিষ্পত্তিমূলক পাঁচশালা অ্যাকশন প্রোগামের অংশ হিসেবে ভারতীয় কোস্টগার্ডের জন্য ৩১ হাজার ৭৭৮ কোটি রুপি বরাদ্দ হয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সেনা, নৌ ও বিমানবাহিনীর পরের স্তরে থাকা এই বাহিনীর জন্য। প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলার ঘটনার পর থেকে দেশটিতে কোস্টগার্ড শক্তিশালীকরণের গুরুত্ব ব্যাপকভাবে অনুভূত হতে থাকে। সমুদ্রসীমাকে নিরাপদ করার এই পরিকল্পনায় কোস্টগার্ড টহল নৌযান, হেলিকপ্টার, প্লেনসহ অন্যান্য সামরিক সরঞ্জামে নিজেদের সমৃদ্ধ করবে। প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্রর নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে চলতি মাসের শুরুতে এই অর্থ মঞ্জুরির অনুমোদন দেয় দিল্লি সরকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist