আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ আগস্ট, ২০১৭

ভারত বিদেশি হুমকি মোকাবিলায় সক্ষম : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল মঙ্গলবার দেশটির স্বাধীনতা দিবসের ভাষণে বলেছেন, ‘ভারতের বিরুদ্ধে যেসব বিদেশি শক্তি আগ্রাসন চালাতে চাইছে’ আমরা তাদের মোকাবিলা করতে সক্ষম। হিমালয় উপত্যকায় যখন ভারত ও চীনের সেনারা মুখোমুখি অবস্থান নিয়েছে, ঠিক সেই মুহূর্তে মোদি এ মন্তব্য করলেন।

মোদি দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় কয়েক হাজার মানুষের সামনে এই ভাষণে আরো বলেন, ‘দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব।’ ভারত আজ দেশটির স্বাধীনতার ৭০ বছর পূর্তি পালন করছে। সুদীর্ঘ ব্রিটিশ শাসনের অবসানের পর দেশটি স্বাধীনতা লাভ করে।

হিন্দু জাতীয়তাবাদী নেতা তার বক্তৃতায় আরো বলেন, ‘সমুদ্র অথবা স্থলসীমান্ত, সাইবার বা মহাকাশ সব ক্ষেত্রে ভারত শত্রুদের মোকাবিলায় সক্ষম। আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসনকারীদের প্রতিহত করার মতো শক্তি আমাদের রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist